সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরি হাতে ভাইরাল শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে গত ১৬ তারিখ ছুরি হাতে একটি ছবি তুলে ভাইরাল হন শাহ আলী সিকদার। পরবর্তীতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
গ্রামে লুকিয়ে থাকা কামনার কাহিনির সঙ্গে রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ!
উল্লেখ্য, শাহ আলীর ছুটি হাতের ভিডিও ১৫ অক্টোবর রাতে ফেসবুকে এক যাত্রী পোস্ট করার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে তা প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি ছুরিটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।