বিনোদন ডেস্ক : চার বছরেরও বেশি সময় পর রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের দুটি ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যে একটি ‘জওয়ান’। যেটি আগামী বছরের ২ জুন হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়- এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। কিন্তু তার আগেই ছবিটির বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন ভারতের দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলি কুমার। যিনি এরইমধ্যে থালাপাতি বিজয় অভিনীত ‘বিগিল’ ছবিটি বানিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এবার ‘জওয়ান’-এর মাধ্যমে তার অভিষেক হচ্ছে বলিউডে। তবে গল্প চুরির অভিযোগ আপাতত বিতর্কের মুখে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’।
চুরির অভিযোগটি করেছেন দক্ষিণী প্রযোজক মণিকম নারায়ণন। তার দাবি, ‘জওয়ান’-এর গল্প দক্ষিণী ছবি ‘পেরারাসু’র গল্পের নকল। গল্পটির স্বত্ব এই প্রযোজকের। তাই অ্যাটলির বিরুদ্ধে তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগের তদন্ত শুরু হবে ৭ নভেম্বরের পর। তারপরই জানা যাবে ‘জওয়ান’-এর গল্প চুরি করা কিনা।
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘পেরারাসু’ ছবিতে বিজয়কান্ত দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শৈশবে আলাদা হয়ে গিয়েছিল দুই ভাই। এরপর বাবার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে এক ভাই। আরেক ভাই দায়িত্ববান সিবিআই কর্মকর্তা, যিনি ভাইকে আটকাতে চেষ্টা করেন।
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতেও দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। কিন্তু ছবির গল্প সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বর্তমানে ‘জওয়ান’-এর শুটিং চলছে। ছবিতে শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। আরও অভিনয় করছেন বিজয় সেতুপতি, যোগী বাবু ও প্রিয়মনি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।