চুটিয়ে নতুন প্রেম করছেন সেলেনা

সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত জুটি ছিলেন সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার। তবে নিজেদের সম্পর্ক খুব বেশিদিন টেকাতে পারেননি তারা। ভক্তদের মন খারাপ করে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর গড়িয়েছে কয়েক বছর। মাঝে একাধিক প্রেমের খবরে শিরোনামে আসেন সেলেনা।

সেলেনা গোমেজ

যদিও সেই সম্পর্কগুলো নিজের মুখে স্বীকার করার আগেই ভেঙে যায়। সেই ধারাবাহিকতায় আবারও প্রেমের শিরোনামে এলেন এই গায়িকা। সংগীত শিল্পী জায়ান মালিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সেলেনা।—সম্প্রতি এমনই সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

তারা দাবি করেছে, ব্যক্তিজীবনে জায়ান মালিক ও সেলেনা গোমেজ, দু’জনেরই সম্প্রতি বিচ্ছেদ হয়েছে। কিছুদিন একা একা থাকার পর এবার দু’জন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি জায়ান মালিক ও সেলেনা গোমেজকে নিউইয়র্ক সিটির এক রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়। সেখানে তারা দু’জন একে অপরের সঙ্গে বেশ একান্ত সময় কাটান। এমনকি সে সময় একে অপরকে অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গেছে।

যার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। তবে সেলেনা-জায়ান দু’জনের কেউই এখনও নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলনেনি। এছাড়া পাপারাজ্জিদের এড়াতে ডিনার শেষে ভিড় জমার আগে দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করেন তারা।

দুধ সাদা শাড়িতে খোলামেলা তামান্না, তুমুল ভাইরাল ভিডিও

উল্লেখ্য, গতবছরের শেষের দিকে জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় ভিক্টোরিয়া ব্র্যান্ডের সুপার মডেল জিজি হাদিদের।