জনসাধারণের প্রতি চারটি বার্তা দিয়েছে সিআইডি

সিআইডি

জুমবাংলা ডেস্ক : আর্থিক সেবা প্রদানকারী মোবাইল অ্যাপসের অটো লগ-ইনের ব্যবস্থা না রাখাসহ জনসাধারণের প্রতি চারটি বার্তা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১১২টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের পর বৃহস্পতিবার (৬ মার্চ) এ বার্তা দেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সিআইডি সদর দফতরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিআইডি

সিআইডি প্রধান বলেন, মোবাইল ফোনে অনেকের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত ও ব্যক্তিগত ছবি বা ভিডিও থাকে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডিও লগ-ইন করা থাকে। এসব ফোন হারিয়ে ভুক্তভোগীরা তখন অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। হারানো মোবাইল থেকে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে পরবর্তীতে ভুক্তভোগীদের হুমকি ও ব্ল্যাকমেইলও করা হয়।

সাইবার সংক্রান্ত অভিযোগ গ্রহণের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারে একটি সেল গঠন করে সাইবার পুলিশ সেন্টার। কারো মোবাইল ফোন হারানো গেলে সংশ্লিষ্ট থানার জিডির কপি ও অন্যান্য প্রমাণসহ সাইবার পুলিশ সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজ ‘CyberPolice Centre, CID, Bangladesh Police’ এ অভিযোগ প্রদান করেন ভুক্তভোগীরা। প্রাপ্ত অভিযোগ বিশ্লেষণ করে হারানো মোবাইল ফোনের অবস্থান এবং ব্যবহারকারী শনাক্তপূর্বক ফোনগুলো উদ্ধার করা হয়।

গত ৩ মাসে এমন ভুক্তভোগী সিপিসির ফেসবুক পেজে অভিযোগ দাখিলের পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১১০ টি হারানো মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করেছে সিআইডির সাইবার টিম। এভাবে গত দেড় বছরে ৫০০ এর বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ প্রেক্ষিতে সর্বসাধারণের প্রতি সিআইডির বার্তা নিম্নরূপ:

১. যাচাই-বাছাই ছাড়া পুরাতন মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকুন।

২. মোবাইল ফোনে নিজের বা পরিবারের কারো একান্ত ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ থেকে বিরত থাকুন।

৩. মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ও পাসওয়ার্ড সার্বক্ষণিক সেভ করে রাখা থেকে বিরত থাকুন।

৪. আর্থিক সেবা প্রদানকারী মোবাইল অ্যাপসের অটো লগ-ইনের ব্যবস্থা না রাখা।