সাইফুল ইসলাম : মানিকগঞ্জে ভ্যাট ফাঁকির অভিযোগে সাড়ে ২৩ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস ও ভ্যাট বিভাগের সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ভ্যাট চালান ছাড়া তিনটি ব্র্যান্ডের—‘পূর্বানি’, ‘টাইম চেঞ্জ’ ও ‘সিজার’—মোট ৫৩ কার্টন সিগারেট কিনে আনেন গিলন্ড মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ। এর মধ্যে ছয় কার্টন তিনি বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করেন এবং বাকি ৪৭ কার্টন এক প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৪৭ কার্টন সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক সাড়ে ২৩ লাখ টাকা।
মানিকগঞ্জ বিভাগীয় ভ্যাট কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. ছাদেকুর রহমান বলেন, “ভ্যাট চালান না থাকায় ৪৭ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট রয়েছে। ভ্যাট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



