বিনোদন ডেস্ক : ঐশ্বর্য রাই-এর এই ভাইরাল ছবিতে অভিষেক বচ্চন-এর স্ত্রীর সঙ্গেই দেখা যাচ্ছে রানী মুখার্জী, করণ জোহর এবং ফারহান আখতারকে। ছবিটি তুলেছেন পরিচালক ফারাহ খান। এই ছবিতেই সিঁথিতে সিঁদুর-সহ দেখা যাচ্ছে অভিনেত্রী ঐশ্বর্য রাইকে। কী জানা গেল ছবির সত্যতা সম্পর্কে? জানুন-
তারিখ ২০ এপ্রিল, ২০০৭- মুম্বইয়ে অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসেছিল। বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকায় সবসময়ই নাম থাকে অভি-অ্যাশের। অর্থাৎ, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন । হাইপ্রোফাইল এই বিয়ে ঘিরে পেজ থ্রি-র শিরোনামে উঠে এসেছিল গুচ্ছের খবর। যেমন, অভিষেক বচ্চন নাকি বিবাহিত। এমনই দাবি করেছিলেন এক উঠতি অভিনেত্রী। তবে সেই দাবির কতটা বাস্তব, তা প্রকাশ্যে আসেনি কখনই। কিন্তু, তারকা দম্পতির বিয়ের দশক পরও ফের ভাইরাল আরও এক দাবি। সঙ্গে বহু পুরনো ঐশ্বর্য রাইয়ের এক ছবি। যা কিনা তাঁর বিয়ের আগেরই। কিন্তু, ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে ভরা সিঁদুর দেখা যাচ্ছে।
সত্য-তথ্য
অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগে অন্য কোনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী ঐশ্বর্য রাই। বচ্চন-তনয়ের সঙ্গে ২০০৭ সালে তাঁর বিয়ে হয়। ভাইরাল ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর দেখা গেলেও তিনি ওই সময়ে বিবাহিত ছিলেন না।
অনুসন্ধান
রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্য রাই, করণ জোহর এবং ফারহান আখতারদের একসঙ্গে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। শুক্রবার এক Instagram Post-এ ভাইরাল ওই ছবি পোস্ট করেছেন। ছবিতে তারকাদের উপস্থিতির কথা জানিয়েছেন খোদ ফারহা নিজেই। সেখানে তিনি জানিয়েছেন ২০০১ সালে তাঁর নতুন বাড়ির পার্টিতে একত্রিত হয়েছিলেন ঐশ্বর্য-সহ বলিপাড়ার তাবড় তারকারা। তখনই ওই ছবি তোলা হয়েছিল।
ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর?
২০০১ সালে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবির শ্যুটিং সেট থেকেই সরাসরি ফারহা খানের পার্টিতে গিয়েছিলেন ঐশ্বর্য রাই। শ্যুটিংয়ের সময়ে সিঁথিতে সিঁদুর দিতে হয়েছিল। তা মুছতে ভুলে যান অভিনেত্রী। এই কারণেই ফটোতেও একই অবস্থাতেই দেখা যায় তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।