চিতার গতিকেও হার মানায় হর্স ফ্লাই মাছি

horse fly

জুম-বাংলা ডেস্ক : পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী বলে মনে করা হয় চিতাকে। শিকার ধরার সময় কিংবা আক্রান্ত হলে এরা ৮০ মাইল বা ১৩০ কিলোমিটারের আশপাশ গতিতে ছোটে। কিন্তু একবার ভাবুন তো, সামান্য এক মাছি কত দ্রুত উড়তে পারে? আপনার আশাপাশে যত মাছি বা পোকা কারও ওড়ার গতি খুব বেশি নেয়। কিন্তু পৃথীবিরেই অন্য প্রান্তে বাসা করা একটা মাছি উড়তে পারে ঘণ্টায় ৯০ মাইল বেগে। অর্থাৎ ১৪৫ কিলোমিটার গতিতে। সেই মাছিটার নাম হর্স ফ্লাই বা ঘোড়া মাছি।

horse fly

দেখতে অন্যান্য সাধারণ মাছির মতোই, তবে এর গতি অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস কারপেন্টার এ মাছি নিয়ে ধীর্ঘদিন গবেষণা করছেন।

তাঁর মতে, শক্তিশালী পাখা এবং শরীরের অ্যারোডাইনামিক গঠনের কারণেে এরা এত দ্রুত উড়তে পারে। এর পাখা বাতাসের প্রতিরোধ কমায় এবং ওড়ার সময় খুব সহজেই বাতাস কেটে এগিয়ে যায়।

গবেষকদের মতে, হর্স ফ্লাইয়ের দ্রুত গতির কারণ এর শিকার ধরার ক্ষমতা। এরা সাধারণত গ্রীষ্মকালে বেশি সক্রিয় হয় এবং মানুষ ও প্রাণীদের কামড়ায়।

পাল্টা অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল

তবে এদের কামড় শুধু যন্ত্রণাদায়কই নয়, এর মাধ্যমে বিভিন্ন রোগও ছড়াতে পারে। এর দ্রুতগতির কারণে এই মাছি শিকার ধরায় খুবই দক্ষ। তবে এদের থেকে সাবধান থাকা জরুরি। এদের কামড় থেকে নানা রকম রোগব্যাধি ছড়ায়। ইউরোপের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে এই মাছির বসবাস।