আন্তর্জাতিক ডেস্ক : কয়েকটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিয়েছে যুক্তরাজ্য। আগামী বছর ২২ ফেব্রুয়ারি থেকে আরব দেশগুলো এই সুবিধা ভোগ করতে পারবে। তাদের শুধুমাত্র ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের (ইটিএ) প্রয়োজন হবে।
জর্ডান ও গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলো এই সুবিধা পাবে। অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, জর্ডান ও বাহরাইনের নাগরিকদের যুক্তরাজ্য যেতে পূর্বে থেকে ভিসা নেওয়া লাগবে না।
আগে থেকেই এই সুবিধা পাচ্ছে কাতারের নাগরিকরা। ব্রিটিশ সরকার জানায়, ইটিএ ব্যবস্থাকে তারা আরও সহজ করতে চান। এই ব্যবস্থায় সব বয়সের পর্যটকরা ভ্রমণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য খরচ হবে ১০ পাউন্ড। আগামী ২ বছর এমনই থাকবে খরচ।
এর আগে চলতি বছরের শুরুতে ইটিএ পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাজ্য সসরকার। তারা সীমান্ত নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলেন।
আরব দেশগুলো যুক্তরাজ্যের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ২০২২ সালে এই দেশগুলো থেকে ৭ লাখ ৯০ হাজার পর্যটক যুক্তরাজ্যে যান এবং ২০০ কোটি পাউন্ড খরচ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।