বিনোদন ডেস্ক : ‘সিয়াটলে সত্যিই আমার প্রিয় উইকঅ্যান্ডগুলো মধ্যে একটি। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের সিয়াটলে টেলর সুইফটের দুই দিনের এ কনসার্টে লোক সমাগম হয়েছিল এক লাখ ৪৪ হাজার ভক্তের। আর কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টেলর সুইফট ইনস্টাগ্রামে তার মনের ভাব এভাবেই প্রকাশ করেন। খবর বিবিসি
এদিকে, তার ওই কনসার্টে ভক্তদের চাপ এতোই ছিল যে সেটা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল।
অন্যদিকে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজার হাজার ভক্তের উন্মাদনা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ২০১১ সালের ওই ঘটনাকে ‘বিস্ট কোয়াক’ নামে অভিহিত করা হলেও এর বিপরীতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে চলতি বছরের ২২ ও ২৩ জুলাই টেলর সুইফটের কনসার্ট সেই রেকর্ড ভেঙে দেয়।
কারণ কনসার্টে ভক্তদের চাপ এতোটাই ছিল যে সেটা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল। ওই খেলা ও সুইফটের কনসার্টে সৃষ্ট কম্পনের পার্থক্য মাত্র শূন্য দশমিক ৩ মাত্রা হলেও এবারের ঘটনায় কম্পন হয়েছে দুবার, এটা খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।