জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ সদরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের আকিদুল মোল্লা, সালেক মোল্লা, লাভলু মোল্লা, টিপু মোল্লা, ইমামুল জোয়ার্দার ও ইউনুস আলী বিশ্বাস, হাসেম আলী, এলাহী মোল্লা, আফাঙ্গীর হোসেন, মিকলা মোল্লা ও আমিরুল মোল্লা। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পাঁচমাইল এলাকার একটি পুকুরে মাছ ধরতে যায় স্থানীয় বিএনপি কর্মী ইকবাল মোল্লা। তখন বিএনপির আরেক কর্মী খেলাফত মিয়া ও তার লোকজন গিয়ে বাধা দেয়। পরে বিকেলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১২ জন আহত হয়।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক মো. সামছুজ্জোহা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।