৮ম শ্রেণী পাস করেই ডাক্তার, আটক ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৮ম শ্রেণী পাস করেই চিকিৎসকের সার্টিফিকেট নিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তারা সেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসাও করছিলেন। গতকাল বুধবার এমন ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Doctor

প্রতিবেদনে বলা হয়, প্রত্যেককে ৭০ হাজার রুপির বিনিময়ে পেশাদার ডাক্তারদের সার্টিফিকেট দিতো একটি চক্র। গুজরাটের সুরাত এলাকায় তারা কার্যক্রম চালাতো। তাদের কাছে ১২০০ ভুয়া ডিগ্রির সনদ ছিল বলে জানিয়েছে পুলিশ। পুরো চক্রটিকেই ধরে ফেলা হয়েছে।

গুজরাট পুলিশ জানায়, তারা ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে। চক্রের হোতা রমেশ গুজরাটিও গ্রেপ্তার হয়েছেন। তারা বোর্ড অব ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিনের সনদ দিয়েছিলেন। তাদের কাছে শত শত আবেদনপত্র, সনদ ও স্ট্যাম্প পাওয়া গেছে।

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা

তারা জানিয়েছে, কিছু চিকিৎসক ভুয়া ডিগ্রি নিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন বলে তাদের কাছে খবর আসে। পরে রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় শহরের বিভিন্ন ক্লিনিকে। সেখানেই ভুয়া এসব ডাক্তারদের হদিস মেলে।