ক্লাসরুমেই উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো শিক্ষিকা, ভাইরাল ভিডিও

উদ্দাম ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮ থেকে ৮০ প্রায় সকলেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্পসময়ে বহুমানুষের মাঝে পরিচিতি পেতে চান।

উদ্দাম ড্যান্স

নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান অনেকের মাঝে। উল্লেখ্য আজকের যুগে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছে উপার্জনের অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে এক স্কুল শিক্ষিকার দুর্দান্ত নাচের ভাইরাল ভিডিও দেখেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটনাগরিকদের কাছ থেকে। আপাতত, সেই ঝলকই এই মুহূর্তে চর্চায় একাংশের মাঝে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ফারানা আরশাদ খানের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। তার ইনস্টার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে তিনি এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল। পাশাপাশি নৃত্য পরিবেশনাতেও বেজায় দক্ষ।

এই মুহূর্তে তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নতুন বছর শুরুর আনন্দে মেতে থাকতে দেখা গিয়েছে তাকে। তিনি একজন স্কুল শিক্ষিকা। সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে স্পষ্ট হবে। এই শিক্ষিকাকে স্কুলের ক্লাসরুমের মধ্যেই সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছে।

বৃদ্ধা না হওয়া পর্যন্ত শাহরুখের সঙ্গে রোমান্স করতে চাই : রানী

এদিন গোলাপি শাড়িতে ক্লাসরুমে সকলের সামনেই ‘বেবি মেরে বার্থডে পে’এর তালেই দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল এই শিক্ষিকাকে। আর সেই ঝলক সম্প্রতি ভাইরাল হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটদুনিয়ায়। একাংশ এই শিক্ষিকাকে তার নাচের প্রতিভার জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আবার একাংশের মত, স্কুলের ক্লাসরুমের মধ্যে কখনোই এই শিক্ষিকার এমন কাণ্ড ঘটানো উচিৎ হয়নি। তবে বেশিরভাগই ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। সেই ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।