মোটরবাইক জগতে রয়্যাল এনফিল্ড এখন একেবারে শীর্ষে। বিশেষ করে জে-সিরিজ ইঞ্জিন চালু হওয়ার পর থেকেই সংস্থাটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে এই ইঞ্জিনটি বুলেট থেকে শুরু করে ক্লাসিক পর্যন্ত ৩৫০ সিসি রেঞ্জের সব মডেলেই ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সংস্থার ৬৫০ সিসি যুগ্ম-সিলিন্ডার রেঞ্জও সম্প্রসারিত হয়েছে সম্প্রতি।
এছাড়া ৪৫০ সিসি তরল-শীতল একক সিলিন্ডার রেঞ্জ বাজারে আসার ফলে রয়্যাল এনফিল্ডের ক্রেতার সংখ্যা আরও বেড়েছে। বর্তমানে সংস্থার ঝুলিতে রয়েছে—
৩৫০ সিসি’র ৫টি মডেল, ৪৫০ সিসি’র ২টি মডেল, ৬৫০ সিসি যুগ্ম-সিলিন্ডারের ৬টি মডেল।
ফলে বিক্রির দিক থেকে রয়্যাল এনফিল্ড এখন কার্যত রাজত্ব করছে। জুলাই ২০২৫-এর বিক্রির তালিকা থেকেই তা পরিষ্কার। এবার দেখে নেওয়া যাক রয়্যাল এনফিল্ডের সেরা ৫টি বিক্রিত মডেল।
ক্লাসিক ৩৫০
জুলাই ২০২৫-এর বিক্রির তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ক্লাসিক ৩৫০। এটির বিক্রি হয়েছে ২৬,৫১৬ ইউনিট। তুলনামূলকভাবে জুলাই ২০২৪-এ বিক্রি হয়েছিল ২১,৩৭৩ ইউনিট। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে ২৪ শতাংশ।
হান্টার
দ্বিতীয় স্থানে রয়েছে হান্টার মডেল। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এটি বাজারে আনা হয়েছিল। যদিও আরোহন-সুবিধা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল, পরে পিছনের সাসপেনশন আপডেট করেছে সংস্থা। এর ফলেই জুলাই ২০২৫-এ হান্টারের বিক্রি দাঁড়িয়েছে ১৮,৩৭৩ ইউনিট, যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বুলেট ৩৫০ ও মিটিওর ৩৫০
বুলেট ৩৫০: বিক্রি হয়েছে ১৫,৮৪৭ ইউনিট, যা গত বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি।
মিটিওর ৩৫০: জে-সিরিজ ইঞ্জিন যুক্ত এই মডেলের জুলাই ২০২৫-এ বিক্রি হয়েছে ৮,৬০০ ইউনিট।
ইন্টারসেপ্টর ৬৫০ ও কন্টিনেন্টাল জিটি ৬৫০
এই দুটি মডেল ছিল সংস্থার প্রথম ৬৫০ সিসি যুগ্ম-সিলিন্ডার ইঞ্জিনচালিত বাইক। জুলাই ২০২৫-এ দুটির সম্মিলিত বিক্রি হয়েছে ৩,৩৪৯ ইউনিট। ফলে রয়্যাল এনফিল্ডের পঞ্চম সর্বাধিক বিক্রিত মডেলের জায়গা নিয়েছে এই দু’টি।
ভবিষ্যৎ পরিকল্পনা
শুধু তাই নয়, ইতিমধ্যেই সংস্থা ৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর মধ্যে অন্যতম হল— হিমালয়ান ও কন্টিনেন্টাল জিটি। খুব শিগগিরই এগুলো ৬৫০ সিসি রেঞ্জের জায়গা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, ক্লাসিক ৩৫০ এখন রয়্যাল এনফিল্ডের সেরা বিক্রিত বাইক। আর প্রতিটি নতুন ইঞ্জিন-রেঞ্জ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের আস্থা ও চাহিদা দুটোই দ্রুত বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।