গত বছর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ক্লদিও এচেভেরিকে দলে টানে ম্যানচেস্টার সিটি। ১৯ বছর বয়সি এই তরুণ ফুটবলারকে ডাকা হয় ‘নতুন মেসি’ নামে। রিভার প্লেট থেকে কেনার পরও এক বছর সেখানেই ধারে খেলেছেন তিনি। এ বছর সিটিতে যোগ দেয়ার পর বেশি সময় কাটাতে পারলেন না সেখানে। আবারও ধারে পাঠানো হচ্ছে তাকে।
এচেভেরিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ধারে নেয়ার জন্য সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে পুরোটা সময়ে সেখানেই কাটাবেন আর্জেন্টিনার নতুন মেসি।
এভাবেই সিটির স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। সেই চাপ কমাতেই বেশকিছু ফুটবলারকে ধারে দেয়ার পাশাপাশি বিক্রিও করে দিচ্ছেন সিটি বস পেপ গার্দিওলা।
গত মে মাসে সিটির জার্সিতে অভিষেক হয় এচেভেরির। এফএ কাপের ফাইনালে প্রথমবারের মতো ইংলিশ ক্লাবটির জার্সিতে মাঠে নেমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে যায় তার দল। এছাড়াও প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছেন তিনি।
এদিকে লেভারকুজেন চলতি দলবদলে বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবলার বিক্রি করেছে। তাদের মধ্যে একজন ফ্লোরিয়ান উইর্টজ। লিভারপুলে যোগ দিয়েছেন এই জার্মান। ফলে স্কোয়াডের শক্তি বাড়াতে দলে নতুন খেলোয়াড় টানছেন লেভারকুসেন কোচ এরিক টেন হ্যাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।