বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’-এ প্রযুক্তিপ্রেমীদের জন্য সবসময়ই নানা রকম চমক থাকে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে বিশ্বের প্রথম স্বচ্ছ মাইক্রোএলইডি ডিসপ্লের টিভি উন্মোচন করেছে স্যামসাং।
নতুন এই মাইক্রোএলইডি ডিসপ্লে টিভির সম্ভাব্য দাম বা এ প্রযুক্তি কবে নাগাদ বাজারে আসবে, সে সম্পর্কে স্যামসাং এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
তবে এবারের আয়োজনে একটি নয়, বরং তিনটি ভিন্ন ডিজাইনের ‘ট্রান্সপারেন্ট’ মাইক্রোএলইডি ডিসপ্লের টিভি দেখিয়েছে স্যামসাং। এর মধ্যে দুটি ‘ডেমো ইউনিটে’ রয়েছে ‘টিন্টেড গ্লাস’ ফিচার, যা ডিসপ্লে প্যানেলের পেছনে থাকা যেকোনো সম্ভাব্য ‘ডিস্ট্রাক্টিং অবজেক্ট’ এড়িয়ে যাওয়ার উপায় সহজ করে তুলেছে।
এনগ্যাজেট বলছে, মাইক্রোএলইডি ডিসপ্লেওয়ালা নতুন এ টিভি দেখতে সাধারণ কাঁচের মতোই স্বচ্ছ, যেখানে ফ্রেমবিহীন ডিজাইনের সুবিধাও আছে বলে দাবি করেছে স্যামসাং।
স্যামসাংয়ের স্বচ্ছ ওলইডি ডিসপ্লে টিভির কার্যকরিতা বা সুবিধা সরাসরি ব্যাখ্যা করা জটিল। কারণ মাইক্রোএলইডি ডিসপ্লে’র কনটেন্ট যখন স্ক্রিনে ভাসতে থাকে, তখন সে কনটেন্টকে হলোগ্রাম বা ভার্চুয়াল ছবির মতো দেখায়।
এদিকে, কোনো ধরনের অবকাঠামোগত সহায়তা ছাড়াই এই মাইক্রোএলইডি টিভির পুরুত্ব প্রায় এক সেন্টিমিটার, যার ফলে টিভির স্ক্রিনও আগের চেয়ে চেয়ে বেশি নান্দনিক দেখায়।
এ ছাড়া, ওএলইডির উচ্চ পিক্সেল ঘনত্বের কারণে এই টিভির ছবিও অনেক বেশি প্রাণবন্ত, ‘শার্প বা তীক্ষ্ণ’ দেখায়।
ওএলইডি টিভির তুলনায় নতুন মাইক্রোএলইডি টিভি ডিসপ্লে’র উজ্জ্বলতা বেশি হওয়ায় দর্শকের ওপর টিভির আশপাশের আলোর প্রভাব পড়ার ঝুঁকি কম। — বলেছেন স্যামসাংয়ের এক প্রতিনিধি।
তবে স্যামসাংয়ের ১১০ ইঞ্চি মডেলের ‘নন-ট্রান্সপারেন্ট’ মাইক্রোএলইডি টিভি’র জন্যেই গ্রাহকদের গুনতে হয় দেড় লাখ ডলার। তাই, নতুন মাইক্রোএলইডি টিভি সাশ্রয়ী মূল্যের কাছাকাছি পর্যায়ে না আসা পযর্ন্ত গ্রাহকদের পক্ষে এ টিভি কেনা খরচ সাপেক্ষ হতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।