মেডিকেল কলেজে আসন বাড়ছে কিনা, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা

Upodastha

জুমবাংলা ডেস্ক : মেডিকেল কলেজে আসন বৃদ্ধি না করে সরকার সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

Upodastha

নুরজাহান বেগম বলেন, প্রয়োজন নির্ভর ডাক্তার তৈরি করতে হবে। মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। প্রয়োজনে সমন্বয় করা হবে কলেজগুলোকে।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। এর আগে সকাল ৮টা থেকে তল্লাশি শেষে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

সংবিধান সংস্কার কমিশন, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সুপারিশ

জানা গেছে, এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষে ভালো ফলাফলের প্রত্যাশা করেন তারা।