জুমবাংলা ডেস্ক : সিলেটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা স্মার্টফোন নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে চাইলে বাটন ফোন ব্যবহার করতে পারবে।
এ বিষয়ে কলেজে একটি নোটিশ জারি হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে কোনো শিক্ষার্থী কলেজে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন বলছেন, সমস্যা টিকটক নিয়ে। ছেলেদের হাতে স্মার্টফোন থাকলে তারা মেয়েদের অনুমতি না নিয়ে ছবি তুলে টিকটক তৈরি করে। এই নিয়ে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হয়। এ থেকে পরিত্রাণ পেতেই আমরা এমন নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছি। তবে বাটন ফোন ব্যবহার করা যাবে।
স্মার্টফোন যেমন মানুষের জীবনে উপকার বয়ে আনে তেমনি অনেক সময় সমস্যাও সৃষ্টি করে। নানা কারণে দেশের অনেকে কলেজে নিজেদের উদ্যোগে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।