বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউনিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি নাথিং সাব ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে তাদের নতুন এবং সস্তা ফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি প্রথমে তাদের CMF Phone 1 ফোনের টিজার শেয়ার করেছে। এই টিজার শপিং সাইট ফ্লিপকার্টে দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটি কয়েক দিনের মধ্যেই ভারতে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের টিজার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
CMF Phone 1 এর টিজার এবং ডিটেইলস : টিজার ইমেজ অনুযায়ী CMF Phone 1 ফোনটি অরেঞ্জ কালার অপশনে লঞ্চ করা হবে। এই ভ্যারিয়েন্টে লেদার টেক্সচার রিয়ার প্যানেল ব্যবহার করা হতে পারে। এই ফোনের নীচের দিকে রোটেটিং নোব রয়েছে, কিছু এটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
CMF Phone 1 মিড বাজেট রেঞ্জে ফোনটি প্রায় 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটি এই মাসেই পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
CMF Phone 1 এর সম্ভাব্য স্পেসিফিকেশন : সম্প্রতি লিক হওয়া এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল। ডিসপ্লে: CMF Phone 1 স্মার্টফোনের 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করবে। এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য CMF Phone 1 ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর সহ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। স্টোরেজ: CMF Phone 1 স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 8জিবি RAM সহ 128জিবি স্টোরেজ এবং 256জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: CMF Phone 1 স্মার্টফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। বর্তমানের বাজারের ট্রেন্ড অনুযায়ী নতুন। লিক অনুযায়ী CMF Phone 1 ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সর যা 50 Megapixel হতে পারে বলে জানা গেছে। ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Nothing CMF Phone 1 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। ওএস: CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।