বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে নাথিং এর সাব ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী 8 জুলাই এই স্মার্টফোনটি CMF Phone 1 নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফ্লিপকার্ট টিজারের মাধ্যমে এই ফোনের গুরুত্বপূর্ণ ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কে কনফার্ম করেছে। লিকের মাধ্যমে এই আপকামিং ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
CMF Phone 1 এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: টিপস্টারের বক্তব্য অনুযায়ী CMF Phone 1 স্মার্টফোনে 6.7 ইঞ্চির sAMOLED LTPS দেওয়া হতে পারে বলে কোম্পানি জানিয়েছে। এই ডিসপ্লেতে 120Hz পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং FHD+ রেজোলিউশন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যোগ করা হতে পারে।
প্রসেসর: CMF Phone 1 ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই নতুন ফোনটি 6GB ও 8GB RAM এবং128GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2TB এক্সপেন্ডেবল স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: এই ফোনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। আবার ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা (সনি সেন্সর) এবং একটি ডেপ্থ লেন্স থাকতে পারে। অন্যদিকে এই ফোনের ক্যামেরায় 4K 30 FPS ভিডিও রেকর্ডিং, AI বিবিড মোড এবং EIS সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।
ব্যাটারি: এই স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওএস: এই CMF স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ 2 বছরের OS আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।
অন্যান্য: CMF Phone 1 ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষা করার জন্য IP52 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে।
CMF Phone 1 এর দাম এবং কালার (লিক)
লিক অনুযায়ী CMF Phone 1 ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে।
এই ফোনের 6GB RAM +128GB স্টোরেজে লঞ্চ অফারের সাথে এর দাম 15,999 টাকা রাখা হতে পারে।
এই ফোনের 8GB RAM +128GB মডেল 17,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি এই ফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা দাম একটু বেশি মনে হচ্ছে, কারণ এর আগে ফোনটি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে হবে বলে আশা করা হয়েছিল।
এই আপকামিং ফোনটি অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাক এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।