বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সিএনএন প্লাস হিসেবে পরিচিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্ট্রিমিং সেবা বন্ধ হয়ে যাচ্ছে। গ্রাহকস্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার ব্রোস ডিসকভারি (ডব্লিউবিডি)। ৩০ এপ্রিল সাবস্ক্রাইবারদের অর্থ রিফান্ড করবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
গত ২৯ মার্চ যাত্রা শুরু করেছিল সিএনএন প্লাস। মাসে ৬ ডলার ও বছরে ৬০ ডলারের বিনিময়ে সিএনএন প্লাস সাবস্ক্রিপশন নেয়া যেত। প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করে সেবাটি চালুর প্রথম দুই সপ্তাহে দেখা গেছে মাত্র ১০ হাজার মানুষ সিএনএন প্লাস দেখছে। স্ট্রিমিং প্লাটফর্মটির মোট সাবস্ক্রাইবার সংখ্যা কত তা জানায়নি সিএনএন। তাদের কেবল নিউজ চ্যানেলে দিনে গড়ে ৭ লাখ ৭৩ হাজার দর্শক আসছে।
স্ট্রিমিং সেবাকে সফল করতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন সিএনএন প্লাসের প্রধান। অন্যান্য কর্মীও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখ কমায় গত সপ্তাহে শেয়ারবাজারে ৫ হাজার কোটি ডলার বাজার মূল্য হারিয়েছে মার্কিন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। স্থানীয় ও আঞ্চলিক স্ট্রিমিং সেবার কাছে চ্যালেঞ্জের মুখে পড়েছে নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো বৈশ্বিক স্ট্রিমিং প্লাটফর্ম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।