জুমবাংলা ডেস্ক : শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, নতুন শিক্ষাক্রমে কোচিং সেন্টারগুলো থ্রেটের (হুমকি) মধ্যে রয়েছে। এ জন্য তাদেরকে অন্য ব্যবসা শুরু করার পরামর্শ দিয়ে বলেন, আমি কোচিং সেন্টারগুলোকে বলব, তারা যেন অন্য ব্যবসা শুরু করেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, হাজার কোটি টাকার ব্যবসা হয় আমাদের এই কোচিং সেন্টারগুলোতে। কোচিং সেন্টার গুলো আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য নেগেটিভ।
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের রান্নাবান্নার প্রসঙ্গে তিনি বলেন, আমি ১৮ বছর আমেরিকাতে ছিলাম আমি সব রান্না করতে পারি। কে বলেছে একটা ছেলেকে রান্না করতে জানতে হবে না? আমার নিজের সন্তান যখন হয়েছে আমার স্ত্রী বাচ্চাটাকে মানুষ করছে আমিও বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরেছি, বাচ্চার সব করতে পারি। এটা কি দোষ হয়েছে? এটা কি নতুন পৃথিবী ডিমান্ড করে না?
তিনি আরও বলেন, একটা মেয়ে আর ছেলের মাঝে কোনো পার্থক্য নেই। একটা মেয়ে যে কাজ করতে পারে একটা ছেলেরও সে কাজগুলো করতে হতে পারে এবং জানা দরকার। এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের নিয়ে কথা বলতেই আমি আগ্রহবোধ করি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।