কোকা-কোলার ক্যান চুরির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় যুবকের কারাদণ্ড

কোকা কোলার তিনটি ক্যান চুরি

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে কোকা কোলার তিনটি ক্যান চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিল সে দেশেরই একটি আদালত। আদালতের দেওয়া জবানবন্দিতে জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং (৬১) নামের ওই ব্যক্তি চুরির অভিযোগ স্বীকার করেন বলে জানিয়েছে ​সিঙ্গাপুরের স্থানীয় একটি সংবাদমাধ্যম।

কোকা কোলার তিনটি ক্যান চুরি

কোকা কোলার তিনটি ক্যান চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের একটি আদালত। একটি স্থানীয় আবাসন এলাকার পাশের মিনিমার্ট থেকে জেসবিন্দার সিং নামে ওই ব্যক্তি ভারতীয় ১৭০ টাকা মূল্যের ক্যান তিনটি চুরি করে। চুরির দায়ে এরপর পর তাকে আদালতে তোলা হলে, মঙ্গলবার ছয় সপ্তাহের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিঙ্গাপুরের স্থানীয় একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে জানায়, আদালতের দেওয়া জবানবন্দিতে জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং (৬১) নামের ওই ব্যক্তি চুরির অভিযোগ স্বীকার করেন। অভিযুক্ত জেসবিন্দর সিং আদালতকে বলেছেন যে, গত ২৬ আগস্ট বুকিত মেরাহ পাবলিক হাউজিং এস্টেট সংলগ্ন একটি মিনিমার্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।

সেই সময় মিনিমার্টের সামনে এসে থমকে যায় সে। দেখেন মিনিমার্টের একটি ফ্রিজের দরজা খোলা। এরপর ফ্রিজের দরজা খুলে কোকা কোলার তিনটি ক্যান বের করে নেয় সে। ক্যানের টাকা না দিয়েই সে, সেখান থেকে বাড়ি চলে যায় বলে আদালতকে জানিয়েছেন জেসবিন্দর নামে ভারতীয় বংশোদ্ভুত ওই ব্যক্তি।

ঘটনার দিন সকালে দোকানের মালিক দোকান খোলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিষয়টি প্রথম নজরে আসে তাঁর স্ত্রীর। দেখতে পান ফ্রিজের দরজা সামান্য ফাঁক রয়েছে। আর সেখান থেকে তিনটি কোকা কোলার ক্যান উধাও। পরে অভিযুক্তকে ধরতে ওই দম্পতি দোকানের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে। ফ্রিজ থেকে সিঙ্গাপুরের দুই ডলার মূল্যের তিনটি কোকা কোলার ক্যান চুরি করে নিয়ে যেতে দেখা যায় ভারতীয় বংশোদ্ভুত ওই ব্যক্তিকে।

এরপর,দোকান থেকে কোকা কোলার ক্যান চুরি যাওয়ার ঘটনা ওই দম্পতি পুলিশ জানায়। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। অভিযুক্তকে শনাক্ত করার পর, ওই দিনই জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং-কে গ্রেফতার করে সিঙ্গাপুর পুলিশ। এর আগে পুলিশ ভারতীয় বংশোদ্ভুত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়।

শখের বাড়ি না ভেঙে তাঁর আস্ত তুলে সরিয়ে নিলেন কৃষক

অভিযুক্তের ফ্রিজ থেকে কোকা কোলার দু’টি ক্যান উদ্ধার করে। তবে, পানীয়ের একটি ক্যান জেসবিন্দার খেয়েছিলেন বলে কোর্টে জানিয়েছেন তার সরকারি আইনজীবী। উদ্ধার করা ক্যান মিনিমার্টের মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।