বিনোদন ডেস্ক : কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার বাংলাদেশি নতুন বিজ্ঞাপন নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, তিনি এ ঘটনার সম্পৃক্ততায় কোথাও ক্ষমা চাননি।
সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে অমি বলেন, বয়কট করার মতো কোনো কাজ করিনি। শুধু তাই নয়, কোকাকোলার বিজ্ঞাপনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
অমি আরও বলেন, কাউকে বয়কট করার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। তবে বয়কট করার মতো কোনো অপরাধ আমি করিনি।
এসময় এক সাংবাদিক অমিকে প্রশ্ন করেন, তাহলে কেন ক্ষমা চাইলেন? উত্তরে অমি বলেন, আমার স্পষ্ট বক্তব্যে কোথাও ক্ষমা চাওয়া হয়নি। কারণ এ বিজ্ঞাপনের সঙ্গে আমি জড়িত নই। বিজ্ঞপানটি ইস্যু করে ফিমেল ফোর নাটকের প্রতি নেগেটিভ প্রতিক্রিয়া যারা জানাচ্ছিল, আমি শুধু তাদের উদ্দেশ্যে আমার সম্পৃক্ততা না থাকার বিষয়টি ক্লিয়ার করেছি।
এ সময় অমি ফেসবুক স্ট্যাটাসে নিজের লেখা পোস্টের কথা জানান। যেখানে এ পর্যন্ত কোনো মন্তব্যে তিনি ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেননি।
পাশাপাশি অমি অনুরোধ জানান, কোকাকোলা ইস্যু নিয়ে কথা না বাড়িয়ে নেটদুনিয়ায় মুক্তি পাওয়া নাটক ফিমেল ফোর নাটকের প্রসঙ্গে কথা বলার। নাটকটি সবাইকে দেখার অনুরোধও করেন তিনি।
সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশকিছু পণ্যের সঙ্গে কোকাকোলাও বয়কটের আহ্বান জানানো হয়। এরপর নতুন তৈরি বিজ্ঞাপনে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়- বার্তা দিয়ে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই এবার শুধু কোকাকোলা না, যে দোকানে এই পণ্যটি বিক্রি করবে সেই দোকানও বয়কটের ডাক দেন।
এ বিষয়ে সংবাদমাধ্যমে ব্যাচেলর পয়েন্টখ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা এবং ফিমেল ফোর নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি কথা বললেও কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।