লাইফস্টাইল ডেস্ক : বসন্তের আবাহন পেরিয়ে গরমের তীব্রতা বাড়ছে। গরমে পিপাসা লাগে বেশি। তখন ঠাণ্ডা শরবত পান মন চায়। গরমে প্রশান্তি পেতে পান করুন ডাবের শাঁসের শরবত। একটি উপকরণে সহজেই বানাানো যায়। জেনে নিন ডাবের শাঁসের শরবতের রেসিপি।
উপকরণ
একটি শাঁসওয়ালা ডাব
প্রণালি
ডাব কেটে পানি আলাদা করে নিন। দুই টুকরো করে শাঁস বের করে নিন। ডাবের পানি ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এবার ঠাণ্ডা ডাবের পানি ও শ্বাস ব্লেন্ডারে ভালো ভাবে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।