প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারের ওষুধ ব্যবসায়ী মো. নাহিদুল ইসলামকে (৩৭) ছুরিকাঘাত করার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম, সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
রোববার (২০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত বুধবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৬ মিনিটের দিকে ১২৪ নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসীর মালিক মো. নাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে চাকু দিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারী।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় গত ১৬ জুলাই একটি মামলা করা হয়।
তিনি বলেন, ঘটনার দিন (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নাহিদুলের দোকানে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ দেওয়ার অনুরোধ করেন। ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে চাওয়ায় ঐ ব্যক্তি তাকে অশোভন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরবর্তী সময়, একই দিন বিকেল ৩টা ১৬ মিনিটের দিকে ঐ ব্যক্তি পুনরায় দোকানে এসে বাদির ওপর চাকু দিয়ে আক্রমণ করেন। গুরুতর জখম হন নাহিদুল। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি চকবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে চকবাজার থানার একটি টিম। পরে শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত চাকু, আসামির পরিহিত জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।