শীতে চুলের খুশকির সমস্যা বাড়ে আর কোমলতা হারিয়ে যায়। এই দুই সমস্যার বিরুদ্ধে দারুণভাবে কাজ করতে পারে চা। চুলের যত্নে চা বহু বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এখনও এই উপাদান সৌন্দর্যপ্রেমীদের কাছে সমাদৃত হয়। চুলের যত্নে চা কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

চা দিয়ে চুলের যত্ন
একটি পাত্রে পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে গরম করে নিন। এরপর এতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। চা পাতা ভালোভাবে ফুটে গেলে চুলা বন্ধ করে দিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে স্ক্যাল্পে মাসাজ করুন। দশ মিনিট ধরে ম্যাসাজ করলেই হবে। তারপর আরও মিনিট দশেক অপেক্ষা করুন। সপ্তাহে দু-তিন বার এই টোটকা ব্যবহার করে দেখুন, চুলের জেল্লাও বজায় থাকবে। নতুন চুলও গজাবে।
এ ছাড়া চুলের শ্যাম্পু করার পর চা দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এতে কন্ডিশনারের কাজ করবে, চুলের কোমলতা ফিরে আসবে।
চায়ে থাকা ক্যাফিন স্ক্যাল্পে রক্ত চলাচলে বিশেষভাবে সহায়তা করে। হেয়ার ফলিকলে পুষ্টি জোগায়। অকাল পক্বতা রোধ করতেও ভূমিকা রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



