জুমবাংলা ডেস্ক : কনকনে শীতের চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, রয়েছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে কুয়াশা কমলেও বাড়বে শীতের তীব্রতা। এমন অবস্থা চলবে মঙ্গলবার পর্যন্ত।
আজ শুক্রবার সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দেশের দুই জেলাতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ।
শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানীসহ উত্তরের জেলাগুলো। সকাল ১০টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় দেখা মেলেনি সূর্যের।
শাহানাজ সুলতানা বলেন, দেশের দিন ও রাতের তাপামত্রা আগামী বুধবার থেকে বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।