সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। তবে শীত সামান্য বাড়লেও তা এক-দুই দিনের বেশি স্থায়ী হবেন না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল সোমবার রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে ২৭ জানুয়ারি থেকে এক-দুই দিনের জন্য শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এরপর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ৩০ জানুয়ারির পর থেকে আবার তা কিছুটা কমতে পারে।’
আবুল কালাম মল্লিক জানান, আগামী কিছুদিন ঢাকা ও খুলনা বিভাগের উত্তর অংশ, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে শীতের অনুভূতি তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
আগামী কিছুদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১০.২ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


