রাজধানীর উত্তরায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কানেকশন এইড ফাউন্ডেশন’। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরোবরে নবনির্মিত ‘মুগ্ধ মঞ্চে’ এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, তীব্র শীতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের কষ্ট লাঘব আমাদের এই আয়োজন। আমরা চাই সমাজের বৃত্তবান মানুষরা এগিয়ে আসুক। তাহলে সমাজের সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো এবং সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব।
ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক শতাধিক মানুষের হাতে কম্বল ও উষ্ণ পোশাক তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সেক্রেটারি আ.ন.ম. আবরারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম, সায়েম, সাকিল, ইমাম প্রমূখ।
বিতরণকালে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘কানেকশন এইড ফাউন্ডেশন’ দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন দুর্যোগে এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। আগামী দিনগুলোতেও রাজধানীর অন্যান্য এলাকায় এবং ঢাকার বাইরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


