আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গত সপ্তাহ শেষে ব্যাংকটির রিজার্ভ ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে।
শনিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানায়, গত সপ্তাহ শেষে চলতি মাসের ১৮ আগস্টের তথ্য বলছে, আরবিআইয়ের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৭ দশমিক ২৮ বিলিয়ন ডলার। এতে ব্যাংকটির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৯০ বিলিয়ন ডলারে।
তবে এর আগের সপ্তাহ শেষে ১১ আগস্ট প্রকাশিত তথ্যানুযায়ী, দেশটির রিজার্ভ ছিল ৬০০ বিলিয়ন ডলারের ওপরে। সে সময় ৭০৮ মিলিয়ন ডলার বেড়েছিল রিজার্ভ। এতে রিজার্ভ পৌঁছেছিল ৬০২ দশমিক ২০ বিলিয়ন ডলারে।
আরবিআই আরও জানায়, গত সপ্তাহে দেশটির স্বর্ণের রিজার্ভও কমেছে। স্বর্ণের রিজার্ভ ৫১৫ মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮২৩ বিলিয়ন ডলারে। এ ছাড়া স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআরের পরিমাণ কমেছে ১১৯ মিলিয়ন ডলার।
আর ভারতীয় বিশ্লেষকদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ডলারের বিপরীতে কমেছে ভারতের মুদ্রা রুপির মান। চলতি মাসের ১৪ আগস্ট প্রতি ডলারের বিপরীতে রুপির মান দাঁড়ায় ৮৩ রুপিতে। এ অবস্থায় রুপির মান ধরে রাখার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করায় রিজার্ভ কমেছে।
এর আগে প্রথমবারের মতো ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের জুনে। সে বছর রেকর্ড পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসে দেশটিতে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পায়।
তবে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করায় ভারতের চলতি হিসাব চাপের মুখে পড়ার পর রিজার্ভও কমতে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।