জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর দুই পাড়ে টোল আদায়ের দায়িত্ব পেয়েছে যমুনা ব্যাংক। শুক্রবার (২৪ জুন) এক ব্রিফিংয়ে ব্যাংকটির চেয়ারম্যান নুর মুহাম্মাদ এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বব্যাংকসহ অনেকেই যখন পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নেয় তখন যমুনা ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা প্রথমে ৬০০ কোটি টাকা ঋণ দেই। সে টাকা মুনাফাসহ ফেরত পেয়েছি।
নুর মুহাম্মাদ বলেন, বাংলাদেশের মানুষ দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বাস্তবায়ন করেছে। যা শতাব্দীর পর শতাব্দী জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বিশ্বের অনেকে দেশে বাংলাদেশ বললে তারা বলতো- ‘দেয়ার ইজ ইন্ডিয়া?’ আজ আমাদের সে পরিচয় দিতে হয় না। আজ বাংলাদেশ বিভিন্ন শিল্প এবং ব্যবসায় সম্মান লাভ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।