আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আশুলিয়ার গাজীরচট স্কুল ও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমন মিয়া। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে হামলার ওই শিক্ষার্থী।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কলেজ ছাত্র ও তার পরিবার।
অভিযুক্ত নির্যাতনকারীরা হলো- গাজীপুরের শৈলডুবি গ্রামের কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ ছামাদ মাদবরের ছেলে মোঃ খাইরুল ইসলাম শান্ত (৩২)।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ ছাত্র ইমন মিয়া জানান, তিনি আশুলিয়ার গাজীরচট স্কুল ও কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত। কিন্তু থাকেন গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শৈলডুবি এলাকায়। নিজ এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে বিধায় তিনি ও তার বন্ধুরা মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে দাঁড়ান এবং এলাকায় সচেতনতা গড়ে তোলেন। এতে করে ক্ষুব্ধ হয় স্থানীয় শান্ত। সে ইমনকে দেখে নেবার হুমকি দেয়।
এর ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল নাদিম (২০) ও মোস্তফা (২২) ইমনকে কল করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলে। তাদের কথামত সে মোটরসাইকেল নিয়ে বাসার বাইরে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যার দিকে তারা কাশিমপুর থানাধীন শৈলডুবির চুল ফ্যাক্টরীর উত্তর পাশে রাস্তায় পৌঁছায়। এসময় সেখানে আগে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত শান্ত তার সাথে থাকা লেজার কাটার দিয়ে ইমনের বাম পায়ের টাকনুর জয়েন্টে লক্ষ্য করিয়া কোপ দিলে তার বাম পায়ের টাকনুর নিচের অংশ কেটে পা হতে বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমনের বাবা তার ছেলের উপর নির্মম হামলার জন্য দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন।
এ সময় তিনি বলেন, ঘটনার পর আমি বিচারের জন্য থানা পুলিশের সহায়তার জন্য আসতে চাইলে অভিযুক্তরা আমাকে উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশের নিকট যাইতে নিষেধ করে। আমি তাদের কথার প্রতিবাদ করলে তারা আমাকে জানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়।অভিযুক্তরা যে কোন সময় আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
তবে অভিযুক্তদের কারও সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় এব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায় নাই।
এব্যাপারে কাশিমপুর থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করে সম্ভব না হওয়ায় পরে ডিউটি অফিসারের সাথে বাদী মো: আতাউর এর লিখিত অভিযোগে মামলা এন্ট্রির বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি থানায় এসে বিষয়টির খোঁজ নিতে বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।