সাইফুল ইসলাম: মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালানোর সময় ঢাকা–আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রিপন ঘটনাস্থলেই মারা যান।
নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার পারাগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের চাচাতো বোন শিউলি জানান, রিপন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে আরিচাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক মো. শাহীন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কয়েকজন স্টাফ তার শরীর থেকে মদের গন্ধ পাওয়ার কথা নিশ্চিত করেন। তারা জানান, শাহীন নিজেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা স্বীকার করেছেন।
মো. শাহীন সাভার থানার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা। তার পিতার নাম মৃত আলাউদ্দিন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, “দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিপন নামে একজন নিহত হয়েছেন। অপর গাড়ির চালক শাহীন গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা জানা নেই। দুর্ঘটনায় জড়িত উভয় গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


