আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক জীবনে পুলিশের অনেক গুরুত্ব রয়েছে। ঝগড়াঝাটি থেকে শুরু করে খুন-আত্মহত্যা সব বিষয়েই তারা তদন্ত করে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই পুলিশ রয়েছে এবং সব জায়গার নিয়ম একই আইনে বাঁধা। তবে পুলিশের প্রসঙ্গ এলেই তাদের খাঁকি পোশাকটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
ভারতের প্রতিটি রাজ্যের পুলিশ বিভাগের নিজস্ব পোশাক কোড রয়েছে। যাইহোক এই ড্রেসকোডেও এমন কিছু জিনিস রয়েছে যা বেশিরভাগ রাজ্যে একই রকম, এর মধ্যে জুতোও রয়েছে। আসলে পশ্চিমবঙ্গ হোক বা দেশের অন্য কোন রাজ্যের পুলিশ… আপনি অবশ্যই লক্ষ্য করেছেন পুলিশ কনস্টেবলদের জুতো এবং পুলিশ অফিসারদের জুতোর মধ্যে পার্থক্য রয়েছে।
আসলে পুলিশ অফিসাররা সবসময় বাদামি জুতো পরেন আর পুলিশ কনস্টেবলদের কালো জুতো পরতে দেখা যায়। এবার জেনে নেওয়া যাক, তাদের এই জুতোর মধ্যে পার্থক্যের কারণ কী? এর সহজ উত্তর হল প্রতিটি বাহিনীর নিজস্ব নিয়ম কানুন রয়েছে যা পোশাকের ক্ষেত্রেও প্রযোজ্য।
পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষেত্রেও একই নিয়ম। পুলিশের ইউনিফর্ম কোডের অধীনেই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে কোন পদে কর্মচারীরা কোন রঙের জুতো পরবেন। জানিয়ে রাখি, হেড কনস্টেবল এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর) হওয়ার সাথে সাথে তার কাঁধে একটি তারকা বসানো হয় এবং তার জুতোর রঙও বদলে যায়।
প্রসঙ্গত, পুলিশ ইন্সপেক্টরের মধ্যে তিনটি পদ রয়েছে। প্রথমে ও শীর্ষ পদে রয়েছেন ইন্সপেক্টর, দ্বিতীয় পদে সাব ইন্সপেক্টর এবং তৃতীয় পদে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। এবার জেনে নিন তাদের পার্থক্য। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদটি হেড কনস্টেবলের পরেই রয়েছে। তাদের ইউনিফর্মে একটি লাল ও নীল ডোরা সহ একটি তারকা দেখতে পাবেন। এরপর সাব ইন্সপেক্টরের (এসআই) পদমর্যাদা রয়েছে। এটিও অফিসার হিসেবে বিবেচিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।