বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি অর্থবছরেই নতুন করে তরঙ্গ পেতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। এজন্য তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেঁস্তোরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক স্পেকট্রাম সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠান শেষে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারী এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান জানান, এ মুহূর্তে ৭০০ মেগাহার্টজ তরঙ্গের ২৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাবে মোবাইল অপারেটররা। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা করছি।
শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত আবদুল্লাহ
তরঙ্গের খরচ কমানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেক দেশের চাহিদা ও জোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।