কমেডি চরিত্র না পেয়ে আক্ষেপ প্রসেনজিতের

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : তিন দশকের বেশি সময় ধরে টলিউডের পর্দা কাঁপাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যারিয়ারে আছে বহু জনপ্রিয় ছবি। স্মরণীয় চরিত্রও কম করেননি। তার বলা সংলাপ ‘মা আমি চুরি করিনি’ এখনো মানুষের মুখে মুখে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এতকিছুর পরেও একটা আক্ষেপ রয়ে গেছে এই অভিনেতার মনে। সেটা হলো- কমেডি ধারার ছবিতে অভিনয় করতে চান তিনি। কিন্তু তাকে নাকি কেউ কমেডি চরিত্রে কাজ দেয় না!

প্রায় সাড়ে ৩০০ ছবির নায়ক প্রসেনজিৎ বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। কিন্তু স্মরণীয় কোনো কমেডি চরিত্র পাননি। এতদিনের জমে থাকা সেই ক্ষোভ এবার উগরে দিলেন প্রসেনজিত। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে নিয়ে কেউ কমেডি ছবি করে না। এটা আমার আক্ষেপ। আমি খুব ভালো কমেডি করতে পারি। কিন্তু কেউ আমাকে চরিত্র দেয় না’।

বিপুল জনপ্রিয়তার কারণে ক্যারিয়ারের শুরু থেকেই নানা রকমের চরিত্র পেয়েছেন প্রসেনজিৎ। কমেডি ধারার ছবি করতে চেয়ে এখন যেন জানালেন, ‘অনেকটা পথ বাকি’। তবে পছন্দমতো চরিত্র না পেলেও ক্যারিয়ারের প্রথম নাটক ‘সমাধান’-এ কমেডি চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘ওরা শক্ত চরিত্র দেয়। আমি কৌতুকটা ভাল পারি’।

রাগ নিয়ে ঘুমাতে গেলে যা ঘটবে আপনার শরীরে

প্রসেনজিতের পরবর্তী ছবি ‘আয় খুকু আয়’। নতুন ছবিতে ছাপোষা মধ্যবিত্ত বাবার চরিত্র করছেন তিনি।