জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল কিনতে এসে চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছেন এক ক্রেতা। পরে কয়েকদিন পর অভিযুক্তকে আটক করে পুলিশ।
গত ২৬ সেপ্টেম্বর উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল করিমের কাছে মোটরসাইকেল কিনতে আসেন সাইফুল ইসলাম মানিক নামে এক ক্রেতা। তাদের দুজনের উপস্থিতিতে মোটরসাইকেলটির মূল্য নির্ধারিত হয়। পরে একটু চালিয়ে দেখার কথা বলে এক টানে উধাও হয়ে যান সাইফুল ইসলাম মানিক।
এ ঘটনায় কয়েকদিন নিজ উদ্যোগে খোঁজ-খবর চালিয়ে মোটরসাইকেল উদ্ধার করতে না পেরে গতকাল বৃহস্পতিবার পুলিশের দারস্থ হন ভুক্তভোগী। ওই ক্রেতার বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে সেদিনই অভিযান চালিয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে।
রেজাউল করিম বলেন, ঘটনার পর তার অপেক্ষায় পুরো রাত মইজ্জ্যারটেকে বসে ছিলাম। পরে পুলিশের আশ্রয় নিয়েছি। বিভিন্ন মাধ্যমে মানিকের সাথে যোগাযোগ করলেও সে গাড়ি ফেরত দেওয়ার কথা বলেও ফেরত দেয়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে থানায় একটি মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।