আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিতে আনকোরা সদস্য থেকে মাত্র ১১ বছরেই ভারতের পাঞ্জাবের মসনদে বসতে চলেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভগবন্ত মান। তার রাজনৈতিক যাত্রা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকেই ভগবন্ত মানের বাসভবনে উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের আমেজ তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। কেননা কংগ্রেসের চরণজিৎ সিং চান্নিকে হারিয়ে বিজয়ের হাসি হেসেছেন আম আদমি পার্টির ভগবন্ত। এবার মুখ্যমন্ত্রীর আসনে রাজ করবেন তিনি।
পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ নির্বাচিত হলেও রাজনীতির থেকে হাস্যকৌতূকের দুনিয়ায় বেশি জনপ্রিয় ছিলেন ভগবন্ত। ১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। ১৮ বছর বয়সে হাস্যকৌতূকের ওপর একটি অডিও ক্যাসেট বের করে প্রথম লাইমলাইটে আসেন। সে সময় তিনি শহিদ উধম সিং কলেজে বি.কমের ছাত্র ছিলেন। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতূকে ভর করে দ্রুত উপরে উঠে যান। টিভিতে ‘জুগনু মস্ত মস্ত’ নামে একটি কমেডি শো করতে শুরু করেন। যা তাকে পাঞ্জাবে জনপ্রিয়তা দেয়। এরপর ধীরে ধীরে কমেডির রাজা হয়ে যান।
আগে থেকে রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না ভগবন্তের। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে আচমকাই রাজনীতিতে পা রাখেন তিনি। মনপ্রীত সিং বাদলের দল পিপলস পার্টি অব পাঞ্জাবে যোগ দেন। ২০১২ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে মনপ্রীত নিজের দলকে কংগ্রেসের সঙ্গে জুড়ে দিলে দল ছাড়েন ভগবন্ত। সেই সময় কেজরিওয়ালের ডাকে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। এরপর সাঙ্গরুর কেন্দ্র থেকে ২ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে লোকসভায় জেতেন তিনি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন ভগবন্ত।
তবে ভগবন্তের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে। একাধিকবার মদ্যপ অবস্থায় তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০১৯ সালে কেজরিওয়ালের কথায় মদ পুরোপুরি ছেড়ে দেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।