স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে অতি স্বল্প পুঁজি পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সেই পুঁজি নিয়েও তারা দারুণ লড়াই জমিয়ে তোলে। একটা পর্যায়ে সিলেটের জয় অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু আন্দ্রে রাসেলের সহজ ক্যাচ ফেলে সিলেটের আশায় জল ঢেলে দেন মুশফিকুর রহিম। ৪ উইকেটের দারুণ জয়ে ফাইনালে উঠে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সিলেট স্ট্রাইকার্স দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
রান তাড়ায় লিটন দাসের সঙ্গী সুনিল নারাইন আজ ছক্কা মেরে রানের খাতা খোলেন। তবে উদ্বোধনী জুটি থেমেছে ৩২ রানেই। নিজের ছায়া হয়ে থাকা লিটন ১০ বলে ৭ রান করে রুবেল হোসেনের শিকার হন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন সুনিল নারাইন। তার ১৮ বলে ৩ চার এবং ৪ ছক্কায় ৩৯ রানের ইনিংস থামে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে। এরপর জনসন চার্লস (৪) রান আউট হয়ে যান।
এরপর কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস আর মোসাদ্দেক হোসেনের ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচে ম্যাড়ম্যাড়ে ভাব ছড়ায়। ১৫ বলে ১৩ রান করে ইমরুল আউট হলে উইকেটে আসেন মঈন আলী। কিন্তু রুবেলের হোসেনের দারুণ এক ডেলিভারিতে শেষ হয় তার ১৫ বলে ২১ রানের ইনিংস। এই অভিজ্ঞ পেসারের তৃতীয় শিকার জাকের আলী (০)। লিন্ডের বলে ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন আন্দ্রে রাসেল, কিন্তু অতি সহজ ক্যাচ ছেড়ে তাকে জীবন দেন মুশফিক।
এর আগে তিনি সুনিল নারাইনের ক্যাচ ফেলেছেন, মিস করেছেন মোসাদ্দেকের স্টাম্পিং। সেই রাসেলের ১০ বলে ১৫ আর মোসাদ্দেকের ২৭ বলে ২৭ রানেই ১৬.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ উইকেটের জয়ে তারা ফাইনাল নিশ্চিত করল। আর সিলেট স্ট্রাইকার্স অপেক্ষায় রইল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার। সিলেটের হয়ে রুবেল নিয়েছেন ৩৩ রানে ৩ উইকেট।
এর আগে আজ রবিবার সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ১২৫ রানে অল-আউট হয় সিলেট স্ট্রাইকার্স। শুরু থেকেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শফিকুল্লাহ গাফারি (৫), তৌহিদ হৃদয় (০) আর জাকির হাসান (২) আউট হয়ে গেলে ১৬ রানে ৩ উইকেট হারায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৫৬ রানের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিলেট। ১০ম ওভারে আন্দ্রে রাসেলের বলে তানভীর ইসলামের অসাধারণ ক্যাচে মাশরাফি ফিরলে ভাঙে জুটি। তার ১৭ বলে ২৬ রানের ইনিংসে ছিল ২ চার এবং ২ ছক্কা।
এরপর আবারও সিলেটের ব্যাটিং লাইনআপে ধস নামে। ২৯ বলে ৪ চার ১ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে তানভীর ইসলামের বল বোল্ড হন শান্ত। পরের বলে রায়ান বার্লের ‘গোল্ডেন ডাক’! এই অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট। ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিক। জর্জ লিন্ডে ১৩ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। ১৭ ওভারে সিলেট অল-আউট হয়ে যায় ১২৫ রানে। ২টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল আর মুস্তাফিজুর রহমান। এ ছাড়া মঈন আলী, সুনিল নারাইন আর মুকিদুল ইসলাম নিয়েছেন ১টি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।