বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ বন্ধু, পরিবার, সহকর্মী বা একই আগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, তথ্য শেয়ার করতে এবং কমিউনিটি গড়ে তুলতে পারে। ফেসবুকের মাধ্যমে নিজের মতামতকে বহু মানুষের কাছে পৌঁছে দেয়া এবং আয় করাও সম্ভব। তবে এজন্য আপনার ফলোয়ার বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় ভালো কনটেন্ট পোস্ট করেও ফেসবুকে ফলোয়ার বাড়ছে না। এর কারণ কী, কী কী ভুলের কারণে এমনটা হচ্ছে— চলুন জেনে নেয়া যাক।
ফেসবুকে ফলোয়ার না বাড়ার পেছনে বেশ কিছু সাধারণ ভুল আছে, যা অনেকেই বুঝতেও পারেন না। চলুন সেগুলো আলোচনা করা যাক—
১. অনিয়মিত পোস্ট করা
একদিনে ৫টা পোস্ট, তারপর এক সপ্তাহ চুপ! এভাবে করলে ফেসবুক অ্যালগরিদম আপনার পোস্টের রিচ কমিয়ে দিতে পারে। তাছাড়া পোস্টে ধারাবাহিকতা না থাকলে ফলোয়াররা আগ্রহ হারায়।
২. শুধুই নিজের প্রচার
শুধু নিজের পণ্য/সেবা বা সাফল্যের খবর পোস্ট করলে মানুষ বিরক্ত হয়। অন্তত ৮০ শতাংশ পোস্ট হতে হবে তথ্য, বিনোদন বা মূল্যবান কনটেন্ট; ২০% হতে পারে প্রচারণা।
৩. নিম্নমানের ছবি ও ভিডিও
ঝাপসা ছবি, এলোমেলো ফ্রেমিং বা অডিও খারাপ হলে দর্শক প্রথমেই স্ক্রল করে চলে যাবে। ফেসবুকে ভিজ্যুয়াল কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ না রাখা
কমেন্টে উত্তর না দেওয়া, ইনবক্সে রেসপন্স না করা—এতে ফলোয়াররা উপেক্ষিত বোধ করেন। অ্যালগরিদমও কম এনগেজমেন্ট দেখে আপনার রিচ কমিয়ে দেয়।
৫. একই ধরনের বা বিরক্তিকর কনটেন্ট
বারবার একই মিম, খবর বা একই স্টাইলে পোস্ট করলে মানুষ আগ্রহ হারায়। ফলে পোস্টে বৈচিত্র্য রাখতে হবে যেমন- image, video, reel, live, poll সব ধরনের পোস্ট দিতে হবে।
৬. অতিরিক্ত কপি-পেস্ট কনটেন্ট
অন্য পেজের কনটেন্ট হুবহু কপি করলে দর্শক আপনাকে অনন্য মনে করবে না। অ্যালগরিদমও শেয়ার করা কনটেন্টের রিচ কমিয়ে দেয়, বিশেষ করে যদি ক্রেডিট না থাকে।
৭. ট্রেন্ড উপেক্ষা করা
ফেসবুক ট্রেন্ড, ভাইরাল চ্যালেঞ্জ বা চলমান আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ করা কঠিন হয়।
৮. ভুল সময়ে পোস্ট করা
ফলোয়াররা যখন অনলাইনে থাকে না, তখন পোস্ট দিলে রিচ কমে যায়। নিজের পেজের ইনসাইট দেখে সেরা সময় বের করা দরকার এবং ওই সময়েই নিয়মিত পোস্ট করা জরুরি।
৯. অতিরিক্ত পোস্ট দিয়ে স্প্যাম করা
খুব বেশি পোস্ট দিলে ফলোয়ার বিরক্ত হয়ে আনফলো করে। অ্যালগরিদমও এক দিনে অতিরিক্ত পোস্টকে কম প্রোমোট করে।
১০. পরিষ্কার ব্র্যান্ড আইডেন্টিটি না থাকা
প্রোফাইল ছবি, কভার, টোন, ভাষা সব মিলিয়ে যদি একরকম না হয়, তাহলে মানুষ আপনাকে মনে রাখতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।