বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ের জাদুতে মুগ্ধ ওপার বাংলার দর্শকরাও। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চঞ্চল। সেখানে তাকে চমকে দিয়ে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অভিনেত্রী জয়া আহসান।
অনুষ্ঠানে প্রসেনজিৎ বলেন, ‘আজ যে মানুষটিকে নিয়ে কথা বলব সে আমার খুব কাছের মানুষ, মনের মানুষ। ওর অভিনয় নিয়ে আলোচনা করার যোগ্যতা হয়তো আমার নেই। ওর প্রায় সব কাজ আমি দেখেছি।’
প্রসেনজিৎ আরও জানান, চঞ্চলের সিনেমা ‘মনপুরা’ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এরপর যখন ‘মনের মানুষ’ ছবিতে একসঙ্গে কাজের সুযোগ আসে, তখন তিনি ভীষণ খুশি হয়েছিলেন। কাজের পর তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়।
চঞ্চলের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, ‘আমি যেমন ওকে ভালোবাসি, তার থেকেও বেশি ওকে শ্রদ্ধা করি। ওর ‘পদাতিক’ ছবিতে মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় দেখে আমি এতটাই আপ্লুত হয়েছিলাম যে আমার বলতে কোনো বাধা নেই। ও যদি আমার থেকে ছোট না হতো, তাহলে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম।’
প্রসেনজিতের পাশাপাশি চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ হন জয়া আহসানও। তিনি বলেন, ‘চঞ্চল চৌধুরী শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন ইনস্টিটিউট। কাজের প্রতি তার যে ডেডিকেশন, তা শেখার মতো।
কিছু বছর অভিনয় করেই যারা নিজেদের বড় মনে করেন, চঞ্চল তাদের মধ্যে একজন নন। একজন সহকর্মী হিসেবে আমি তার থেকে অনেক কিছু শিখেছি। একজন মানুষ হিসেবেও শিখেছি, এত বড় অভিনেতা হওয়ার পরেও কীভাবে নিজেকে ধরে রাখতে হয়।’
প্রসেনজিৎ এবং জয়ার কথা শুনে আপ্লুত চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার সত্যিই কিছু বলার নেই। এত বড় মাপের দুই মানুষ আমাকে নিয়ে যা বললেন তা শুনে আমি বাকরুদ্ধ। আমি অভিনয় করি, এটা আমার পেশা এবং নেশা দুটোই। কিন্তু এতটা সম্মান বুম্বাদা (প্রসেনজিৎ)র থেকে পাব, ভাবিনি।’ জয়াকে নিয়েও তিনি বলেন, ‘ওর অভিনয় আমাকে মুগ্ধ করে। দুই বাংলায় যেভাবে ও একসঙ্গে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।