কন্ডিশনারের সঠিক ব্যবহার

conditioner

লাইফস্টাইল ডেস্ক : চুলের যত্নে শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি কন্ডিশনার ব্যবহার করাও খুব জরুরি। নিশ্চয়ই জানেন, কন্ডিশনার সব ধরনের চুলের জন্যই ব্যবহার করতে হবে। কারণ চুল নরম ও ঝলমলে করতে কন্ডিশনার অতুলনীয়। পাশাপাশি চুলের দরকারি পুষ্টিগুণ জোগাতেও এর ভূমিকা অপরিসীম।

conditioner

তবে অনেকেই সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার করতে জানেন না বলেই হিতে বিপরীত হয়ে যায়। সঠিক নিয়ম না জানা থাকার কারণে এটি ব্যবহারের সময় অনেকেই বেশকিছু ভুল করে বসেন। তাই ভুলগুলো জেনে কন্ডিশনারের সঠিক ব্যবহার সম্পর্কে জানা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কন্ডিশনার ব্যবহারে যেসব ভুল করবেন না-

>> আমরা সবাই চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিলেও কন্ডিশনারের ক্ষেত্রে এমনটি করি না। এটা ঠিক নয়। কন্ডিশনারও বেছে নিতে হবে চুলের ধরন অনুযায়ী। যেমন চুল পাতলা হলে বেশি ঘন বা ভারি কন্ডিশনার ব্যবহার করবেন না।

>> চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। চুলের গোড়া থেকে এমনিতেই প্রাকৃতিক তেল উৎপন্ন হয়। কন্ডিশনার গোড়ায় লাগালে চুল অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে। চুলের মাঝামাঝি অংশ থেকে লাগানো শুরু করুন কন্ডিশনার।

>> প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলেও চুল হয়ে পড়তে পারে তেলতেলে। চুলের ধরন, দৈর্ঘ্য এবং ঘনত্ব বুঝে কন্ডিশনারের পরিমাণ নির্ধারণ করুন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

>> চুলে কতক্ষণ রাখছেন কন্ডিশনার সেটাও জরুরি। চুলে কন্ডিশনার লাগিয়ে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ডিপ কন্ডিশনিং এর ক্ষেত্রে ১৫ মিনিট রাখুন। তবে এক্ষেত্রে অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নেবেন।