জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার সময় আচরণবিধি লংঘনের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি অনুসন্ধান কমিটি-১৯৫, গাজীপুর-২ ও যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, গাজীপুর তাকে এ শোকজ করেন।
মঙ্গলবার গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচনি এলাকা গাজীপুর-২ নাজমুন নাহার তাকে এ নোটিশ পাঠান।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি জাহাঙ্গীর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমউদ্দিন বুদ্দিনের পক্ষে গত ১১ ডিসেম্বর রোজ সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের আগেই ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ আগে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় নির্বাচনি প্রচারণা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে; যা নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্তৃক অনুসন্ধানকার্য পরিচালনাকালে এবং www.prothomalo.com এ প্রকাশিত সংবাদ মাধ্যমে পরিলক্ষিত হয়েছে।
এমতাবস্থায় উক্ত বিধি লংঘনের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন পাঠানো হবে না তৎমর্মে ১৩ ডিসেম্বর বেলা ১১ টার মধ্যে আপনি স্বয়ং নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বুদ্দিনের পক্ষে নির্বাচনে কাজ করছেন। বুদ্দিনের পক্ষে বিভিন্ন স্থানে উঠোন বৈঠক ও সমাবেশ করতে দেখা যাচ্ছে জাহাঙ্গীর আলমের সমর্থকদের। এর আগে সোমবার বুদ্দিনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।