সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নির্বাচন পূর্ব অনিয়মের অভিযোগে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী তদন্ত কমিটির পক্ষে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ করা হয়।।
এতে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে মমতাজ স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ আগে হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন।
চিঠিতে বলা হয়, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
এ বিষয়ে মমতাজ বেগম বলেন, শোকজের বিষয়টি আমার লিগ্যাল এডভাইজার এ্যাডভোকেট আলমগীর দেখছেন। যথাসময়ে তার মাধ্যমেই শোকজের জবাব দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।