সাইফুল ইসলাম : ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবলীগ কর্মী আল মাহমুদ সবুজকে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন দেয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা যুবদল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ দেয়া হয়।
শোকজের চিঠিতে আমীর হামজাকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাটুরিয়া উপজেলা শাখার আহ্বায়কের মত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আপনার বিরুদ্ধে নিজ সাংগঠনিক পদের অপব্যবহার করে ব্যক্তিস্বার্থে অনৈতিক সুবিধা দেওয়ার মতন গুরুত্বপূণ অভিযোগ এসেছে (তথ্য প্রমাণসহ)। যা দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করছে এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড বলে জেলা যুবদল মনে করে।
এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে দলের প্রধান কার্যালয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেওয়া হলো।
এছাড়া, দলের সুনাম ক্ষুন্ন করে ক্ষমতা খাটিয়ে জনসাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলামকেও শোকজ করেছে জেলা যুবদল। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী দুই কর্ম দিবসের মধ্যে দলের প্রধান কার্যালয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেওয়া হয় তাকে।
এ বিষয়ে যুবদল নেতা আমীর হামজা বলেন, দলের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই, দলের সিদ্ধান্তই চুড়ান্ত। এ নিয়ে আমার কোন মন্তব্য নেই।
জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন নেতা-কর্মীকে পুনর্বাসনের সুযোগ নেই। যারা নিজ স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে বিভিন্ন অপকর্মকারীদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর হত্যার চেষ্টার আসামিকে প্রত্যয়ন দেয়া নিয়ে জুমবাংলায় “হত্যার চেষ্টার আসামি ছাত্রলীগ-যুবলীগ নেতারা এখন ছাত্রদল-যুবদলে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।