আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। আকাশে যুদ্ধবিমানও দেখা গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন খার্তুমের পরিস্থিতিকে ‘চরম নাজুক’ অ্যাখা দিয়েছেন। গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া।
গত কয়েকদিন ধরে দেশটিতে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বিবিসি জানিয়েছে, বেসামরিক শাসন ব্যবস্থায় একটি পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বর্তমানে ভিয়েতনাম সফরে রয়েছেন। সেখান থেকে খার্তুমের পরিস্থিতিকে তিনি নাজুক অ্যাখ্যা দিয়েছেন।
অন্যদিকে খার্তুমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন গডফ্রে একটি টুইট বার্তায় বলেন, সামরিক অংশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক। সংঘর্ষ বন্ধে উভয় পক্ষের শীর্ষ নেতাদের জরুরিভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।
সুদানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী আরব দেশ মিসর। সব পক্ষকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে।
সুদানে জাতিসংঘ মিশনের প্রধান ফলকার পার্থেস সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যকার লড়াই অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে উইনিটামস-এর প্রধান সুদানে সংঘর্ষ ছড়িয়ে পড়ারও তীব্র নিন্দা জানিয়েছেন। সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে সুদানে অবস্থিত রুশ দূতাবাসও।
গাজায় ইফতারে পথে আটকে থাকা মুসলিমদের খেজুর বিতরণ করে দৃষ্টান্ত গড়লেন খ্রিস্টান যুবক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।