জুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হামিদ কারজাই (আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট) মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না।’
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আয়োজনে ‘আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে’ তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে’।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে ড. হাছান মাহমুদ প্রশ্ন তোলেন, ‘ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন?’
গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।