সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর এবং ক্যাবের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।