ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রিলসে নতুন টুল

ফেসবুক রিলস

বিজ্ঞান ও প্রযুক্তি : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রিলসে নতুন টুল যুক্ত করল ফেসবুক। এর মাধ্যমে বিভিন্ন রিলসের মধ্যে পারফরমেন্স তুলনা করা যাবে। এবি টেস্টিং নামে পরিচিত নতুন টুলটি ক্রিয়েটরদের বিভিন্ন ক্যাপশন ও থাম্বনেইলের ছবি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে দেবে। এর ফলে কোনো ভিডিও অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে বা ভিউ হবে তা জানা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফেসবুক রিলস

যেভাবে কাজ করবে এ টুল
স্মার্টফোনে ফেসবুক রিলস তৈরি করার সময় ক্রিয়েটররা চারটি আলাদা ক্যাপশন ও থাম্বনেইলের সমন্বয় যুক্ত করতে পারবে। এর ফলে কনটেন্টের একটি পরীক্ষামূলক পর্যায় শুরু হবে। এসব কনটেন্টের যে সংস্করণটি বেশি ভিউ পাবে, সেটি স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠায় ‘জয়ী ভ্যারিয়েন্ট’ হিসাবে দেখানো হবে।

ক্রিয়েটররা একটি ভিডিওতে চার ধরনের ভিন্ন ক্যাপশন ও থাম্বনেইল দিয়ে আপলোড করতে পারবে। এর ফলে কোন কনটেন্টের ভিউ বেশি হয় তা পরীক্ষা করা যাবে।

ব্যবহারকারীদের একটি পৃথক গ্রুপ ৩০ মিনিটের জন্য একই ভিডিওর বিভিন্ন সংস্করণ দেখতে পাবে। পরীক্ষার পর সর্বাধিক সংখ্যক ভিউয়ের সংস্করণটি নির্বাচন করা হবে এবং কনটেন্ট ক্রিয়েটরের প্রোফাইলে সেটি দেখানো হবে। তবে ক্রিয়েটর তার পছন্দের ভিডিও সংস্করণ আপলোড করতে পারবে।

এখন শুধু মোবাইল ভার্সনেই পাওয়া যাবে ফিচারটি। ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন এবং থাম্বনেইল তৈরির জন্য এআই টুল চালু করার ইঙ্গিত দিয়েছে মেটা।

ক্রিয়েটরদের জন্য নতুন পেশাদার ড্যাশবোর্ড
সব পোস্টের পারফরমেন্স দেখতে নতুন পেশাদার ড্যাশবোর্ড চালু করেছে মেটা। এর মাধ্যমে ক্রিয়েটররা সহজে প্রোফাইল থেকে পোস্ট লুকানো বা ট্র্যাশে সরানোর মতো পদক্ষেপ নিতে পারবে।

এখন ক্রিয়েটরদের কনটেন্ট কেমন সাড়া ফেলছে, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সরবরাহ করবে ফেসবুকের ড্যাশবোর্ড। ২৮ দিনের রিপোর্টের পরিবর্তে পুরো ৯০ দিনের পারফরম্যান্স রিপোর্ট দেখতে পারবে ক্রিয়েটররা।

মৃত্যুর আগে সিদ্দিককে কী বলেছিল হিমু?

ড্যাশবোর্ডের এসব তথ্যের মধ্যে রয়েছে– ক্রিয়েটরদের অন্যান্য ভিডিওগুলির তুলনায় পৃথক রিলগুলি কতটুকু ভিউ পাচ্ছে। এছাড়া দর্শকেরা ভিডিওর কোন পর্যায়ে এসে তা দেখা বন্ধ করে ও কতবার প্লে করে সেগুলোও এই ড্যাশবোর্ডের মাধ্যমে জানা যাবে।