ওষুধশিল্পের বিকাশে মুসলিমদের অবদান

মো. আবদুল মজিদ মোল্লা : রোগব্যধির প্রকোপ থেকে বাঁচতে সুপ্রাচীনকাল থেকে ওষুধ ও প্রতিষেধক নিয়ে অনুসন্ধান ও গবেষণা শুরু হয়েছে। মিসর, চীন, ভারত, পারস্য, রোমানসহ সব প্রাচীন সভ্যতায় এই প্রচেষ্টা দেখা যায়। মুসলিম সভ্যতার যাত্রা শুরু হলে মানবসভ্যতার অন্য সব প্রাচীন উত্তরাধিকারের মতো মুসলমানরা ওষুধশিল্পকেও এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষ, তরুলতাসহ অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে প্রতিষেধক তৈরির প্রাচীন পদ্ধতিকে আধুনিক ও বৈজ্ঞানিক ভিত্তি দান করে, বিশেষত মুসলমানরা ওষুধের ভেষজ ও প্রাণিজ উপাদনগুলোর বাণিজ্যিক উৎপাদন, তা সংরক্ষণ ও বিপণনে বিশেষ অবদান রাখে।

ভূমধ্যসাগর, মধ্য ও পশ্চিম এশিয়ার মুসলিম বিজ্ঞানীরা ওষুধের প্রায়োগিক নিরীক্ষা শুরু করেছিলেন। আল আন্দালুসের (মুসলিম স্পেন) মুসলিম বিজ্ঞানীরা ওষুধশিল্পের এই উন্নয়ন প্রচেষ্টার বাইরে ছিলেন না, বরং তাঁরা কিছুটা অগ্রসরই ছিলেন। তাঁরা চিকিৎসাবিজ্ঞান ও ওষুধশিল্পে নিত্যনতুন বহু বিষয় যোগ করেন। স্পেন প্রাচীন রোমান ও গ্রিক সভ্যতার উত্তরাধিকার বহন করত।

মুসলিম স্পেনের সম্পর্কও ছিল দামেস্কের সঙ্গে, সেটিও রোমান ও গ্রিক সভ্যতার উত্তরাধিকার বহন করত। ফলে আন্দালুসের চিকিৎসাপদ্ধতিতে গ্রিক ও রোমানদের প্রভাব দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানসংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রিক গ্রন্থ ‘ডায়োসকোরাইডস’ অনুবাদ করেন হাসদাই বিন শাপরুত। তিনি কর্ডোভার অধিবাসী ছিলেন।

কর্ডোভার অপর চিকিৎসাবিজ্ঞানী ইবনে জুলজুল ‘ডায়োসকোরাইডস’-এর একটি ব্যাখ্যা গ্রন্থ লেখেন। স্পেনে মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আল-বিরুনি সবচেয়ে বেশি চর্চিত ছিলেন। আল-বিরুনি ছিলেন চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার সমকক্ষ। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও হয়েছিল। ওষুধশিল্পে মুসলিম স্পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় কাজটি করেছিলেন গ্রানাডার অধিবাসী উদ্ভিদবিজ্ঞানী ইবনে বাইতার, যা পরবর্তী সময়ে ইউরোপের অন্যান্য অংশেও জনপ্রিয়তা লাভ করেছিল।

ওষুধ ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে ‘কিতাবুল জামে লি-মুফরাদাতিল আদবিয়্যাতি ওয়াল আগজিয়্যাতি’। এটাকে ওষুধশিল্পের বিশ্বকোষ বলা হয়। বইটিতে তিনি ওষুধশিল্পের এক হাজার ৫০০ উপকরণের বর্ণনা দিয়েছেন। তিনি উপাদানগুলোর বৈশিষ্ট্য, প্রস্তুতির প্রণালী ও রোগীর ওপর তা প্রয়োগের পদ্ধতি লিপিবদ্ধ করেছেন। ১৮৭৫ সালেও কায়রোর বিখ্যাত বুলাক প্রেস থেকে বিখ্যাত এই বইটি ছাপা হয়েছে।

এসব অমূল্য গ্রন্থ ও হাসপাতালগুলো থেকে অর্জিত অভিজ্ঞতা, ঔষধি বাগান ও ঔষধ প্রতিষেধক নিয়ে অব্যাহত গবেষণা মুসলিম স্পেনে ওষুধশিল্পের বিকাশকে তরান্বিত করেছিল। আল আন্দালুসের হাসপাতালগুলো ছিল ইউরোপের যেকোনো হাসপাতালের তুলনায় আধুনিক ও সুযোগ-সুবিধা সম্পন্ন। মুসলমানদের কাছ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে সিসিলি ও দক্ষিণ ফ্রান্সের প্রাচীনতম হাসপাতালগুলো গড়ে উঠেছিল। ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানে মুসলমানদের অবদানগুলো এখনো পশ্চিমা বিশ্বের ন্যায়পরায়ণ বুদ্ধিজীবীরা অকপটে স্বীকার করেন।

ইসলামিক স্পেন ডটটিভি অবলম্বনে